জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক ও রেলযাত্রী মন্চের তরফে আজিমগঞ্জ জাংশন রেল স্টেশন ম্যানেজার কৃষ্নাশিষ চ্যাটার্জী এর কাছে ২৫শে ফেব্রুয়ারি গনতান্ত্রিক পদ্ধতিতে স্মারকলিপি প্রদান করা হলো। মূল দাবী ছিল আজিমগঞ্জ জাংশন ও কাটোয়া সেকশনে লোকাল ট্রেনের ভাড়া কমানো। এছাড়াও আজিমগঞ্জ জাংশন ও খাগড়াঘাট স্টেশনের সার্বিক উন্নয়ন, অতিরিক্ত এক্সপ্রেস ট্রেনের দাবি ও রাখা হয়। উপস্থিত ছিলেন মন্চের কনভেনর শ্রী সুভাষ পান্ডে, মঞ্চের সদস্য সংস্কৃত বিভাগের অধ্যাপক টুটান বর্মন, শ্রী রঞ্জন সাহা, বিশ্বজিত সাহা প্রমুখ। কনভেনর সুভাষ পান্ডে বলেন "শীঘ্রই লোকাল ট্রেনে র অতিরিক্ত ভাড়া হ্রাস, আজিমগঞ্জ জাংশনে র আরেক প্রান্তে দ্রুত ফুট ওভার ব্রীজ চালু, এস্কেলেটর দ্রুত চালু ও অন্যান্য আরো দাবি সমেত স্মারক লিপি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, মাননীয়া মুখ্যমন্ত্রী, জি. এম. পূর্ব রেল এর কাছে পাঠানো হবে। জি. আ. না. ও রে. যা. মঞ্চের হয়ে প্রতিষ্ঠাতা সদস্য ছোটন গোস্বামী জানান 'ভবিষ্যতে আরও গণসাক্ষর সংগ্ৰহ, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, প্রয়োজনে পথসভা করা হবে'।