Skip to content
আজিমগঞ্জ জাংশন রেল স্টেশন ম্যানেজার কৃষ্নাশিষ চ্যাটার্জী এর কাছে গনতান্ত্রিক পদ্ধতিতে স্মারকলিপি প্রদান

আজিমগঞ্জ জাংশন রেল স্টেশন ম্যানেজার কৃষ্নাশিষ চ্যাটার্জী এর কাছে গনতান্ত্রিক পদ্ধতিতে স্মারকলিপি প্রদান

Reported By:- News Desk

জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক ও রেলযাত্রী মন্চের তরফে আজিমগঞ্জ জাংশন রেল স্টেশন ম্যানেজার কৃষ্নাশিষ চ্যাটার্জী এর কাছে ২৫শে ফেব্রুয়ারি গনতান্ত্রিক পদ্ধতিতে স্মারকলিপি প্রদান করা হলো। মূল দাবী ছিল আজিমগঞ্জ জাংশন ও কাটোয়া সেকশনে লোকাল ট্রেনের ভাড়া কমানো। এছাড়াও আজিমগঞ্জ জাংশন ও খাগড়াঘাট স্টেশনের সার্বিক উন্নয়ন, অতিরিক্ত এক্সপ্রেস ট্রেনের দাবি ও রাখা হয়। উপস্থিত ছিলেন মন্চের কনভেনর শ্রী সুভাষ পান্ডে, মঞ্চের সদস্য সংস্কৃত বিভাগের অধ্যাপক টুটান বর্মন, শ্রী রঞ্জন সাহা, বিশ্বজিত সাহা প্রমুখ। কনভেনর সুভাষ পান্ডে বলেন "শীঘ্রই লোকাল ট্রেনে র অতিরিক্ত ভাড়া হ্রাস, আজিমগঞ্জ জাংশনে র আরেক প্রান্তে দ্রুত ফুট ওভার ব্রীজ চালু, এস্কেলেটর দ্রুত চালু ও অন্যান্য আরো দাবি সমেত স্মারক লিপি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, মাননীয়া মুখ্যমন্ত্রী, জি. এম. পূর্ব রেল এর কাছে পাঠানো হবে। জি. আ. না. ও রে. যা. মঞ্চের হয়ে প্রতিষ্ঠাতা সদস্য ছোটন গোস্বামী জানান 'ভবিষ্যতে আরও গণসাক্ষর সংগ্ৰহ, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, প্রয়োজনে পথসভা করা হবে'।

Leave a Reply

error: Content is protected !!