“আজ নয় গুনগুন “

“আজ নয় গুনগুন “

 

২০২৩ এ কিংবদন্তী গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্মজন্মশতবর্ষ ।এই মহান শিল্পীকে শ্রদ্ধা জানাতে রুদ্রাক্ষ ক্রিয়েশনস প্রাকশতবর্ষে নিবেদন করছে “আজ নয় গুনগুন “। রুদ্রাক্ষ ক্রিয়েশনস এর প্রতিষ্ঠাতা প্রসেনজিৎ রায় নিজেও একজন সঙ্গীতজ্ঞ।তারই তত্বাবধানে এই মিউজিক এলবামে গান গেয়েছেন সঙ্গীতগুরু অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ,স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ,শ্রী সব্যসাচী সেনগুপ্তের সুযোগ্য ছাত্রী মনিদীপা হোমচৌধুরী ।”আজ নয় গুনগুন” এই কালজয়ী গানটির মিউজিক নতুনরূপে সংস্করণ করেছেন প্রসেনজিৎ রায় এবং নির্দেশনায় আছেন সৌমিত্র কুন্ডু।
শুক্রবার কলকাতা প্রেসক্লাবে হয়ে গেল এই এলবামের প্রকাশ অনুষ্ঠান।

Leave a Reply

error: Content is protected !!