Reported By : Binay Roy
৩০ শে এপ্রিল , রবিবার , আজ "মন কি বাত" এর ১০০ তম দিন। সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও সাড়ম্বরে পালন করা হ'ল এই দিনটিকে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে জানার তাই সেই সমস্ত বিষয় জানানোই হ'ল "মন কি বাত" এর উদ্দেশ্য। এই অনুষ্ঠানে উপকৃত হয়েছে বহু সাধারণ মানুষ। তাই জেলার প্রত্যেক মন্ডলে ২৫ জনের গ্রুপ করে এই "মন কি বাত" শোনার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।