Reported By : Binay Roy
৯ ই জানুয়ারি, সোমবার, মুর্শিদাবাদের শক্তিপুর থানার সাটুই বাজার এলাকা থেকে আজ নির্ধারিত কর্মসূচি অনুসারে শুরু হল ভারত জোড়ো যাত্রা। গত ২৮ ডিসেম্বর থেকে রাজ্যে চলা এই পদযাত্রা আজ ১৩ দিনে পদার্পণ করল। এদিন সকাল ৭ টা ৩০ মিনিটে এই যাত্রা শুরু হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে। আজকের এই পদযাত্রায় সামিল রয়েছেন বেলডাঙা ২ নম্বর ব্লক ও রেজিনগর বিধানসভার কংগ্রেস নেতৃত্ব সহ জেলা কংগ্রেস নেতৃত্ব ও দলের অগুনতি কর্মী সমর্থকরা। রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া এবং অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এগিয়ে চলা এই পদযাত্রাকে ঘিরে এলাকার জনসাধারণের মধ্যেও উন্মাদনা লক্ষ্য করা গেল যথেষ্ট ভাবে।