Reported By : Masud Rana
২২ শে ডিসেম্বর, শুক্রবার, মু্র্শিদাবাদের ডোমকল আজাদ ক্লাবের উদ্যোগে আট দলীয় নক আউট বেঙ্গল কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ডোমকল স্টেডিয়াম ময়দানে। এই টুর্নামেন্টে কোলকাতার একাধিক ক্লাব,ঝাড়খন্ড সহ বাংলাদেশের একটি দল অংশগ্রহণ করেছিল। টুর্নামেন্ট শুরু হয়েছিল গত ১৫ই ডিসেম্বর শুক্রবার থেকে। প্রায় এক সপ্তাহ ধরে জমজমাট ফুটবল খেলা। আজ শুক্রবার ছিল ফাইনাল খেলা। আজকের ফাইনাল খেলায় কোলকাতা সাদার্ন সমিতি,বাংলাদেশ ভাষা শহীদ বরকত একাদশের মুখোমুখি হয়েছিল। এই ফাইনাল খেলা দেখতে দুপুর থেকেই ডোমকল স্টেডিয়াম ময়দানে ভিড় জমিয়েছিল অসংখ্য ফুটবল প্রেমী দর্শক। ডোমকলের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে অসংখ্য ফুটবল প্রেমী দর্শক মাঠে এসেছিল। মাঠে কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল। ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে খেলা শুরু হয়। খেলার শুরুর তেরো মিনিটের মাথায় গোল পেয়ে যায় বাংলাদেশ ভাষা শহীদ বরকত একাদশ। তারপর তারা আক্রমনে ক্রমাগত ধার বাড়াতে থাকে। মরিয়া চেষ্টা করেও খেলায় গোল শোধ করতে পারেনি কোলকাতা সাদার্ন সমিতি। দ্বিতীয়ার্ধেও আরো একটি গোল পেয়ে যায় বাংলাদেশ ভাষা শহীদ বরকত একাদশ। এরপর খেলায় ফিরতে পারেনি কোলকাতা। শেষ পর্যন্ত টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বাংলাদেশ ২-০ গোলে জয়ী হয়ে টুর্নামেন্ট জিতে নেয়। খেলায় অংশগ্রহণ করা বাংলাদেশ দলটির হয়ে গলা ফাটায় ডোমকলের ফুটবল প্রেমী দর্শক। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাংলাদেশের সিপন সেখ। জয়ী বিজয়ী দুই দলকেই সুবিশাল ট্রফি ও নগদ টাকা পুরস্কার দেওয়া হয়।