আঠারো বছর বয়সেই রক্তদান করার আহ্বানে সন্তোষনগর স্পোটিং ক্লাব
আঠারো বছর বয়সেই রক্তদান করার আহ্বানে সন্তোষনগর স্পোটিং ক্লাব

আঠারো বছর বয়সেই রক্তদান করার আহ্বানে সন্তোষনগর স্পোটিং ক্লাব

Spread the love
Reported By:-  অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া

শারোদৎসব এর প্রাক্কালে গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার আমতা নং পঞ্চায়েত সমিতির সিরাজবাটি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত সন্তোষনগর গ্ৰামে সন্তোষনগর স্পোটিং ক্লাব এর উদ্যোগে সন্তোষনগর শ্মশান মাঠে হাওড়া ডিস্ট্রিক্ট ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় মানবতার রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রক্তের জোগান নিশ্চিত করতে আগামী প্রজন্মকে রক্তদানে আগ্ৰহ বাড়ানো, উৎসাহিত ও উদ্বুদ্ধ করার উদাত্ত আহ্বান একের রক্ত অন্যের জীবন,রক্ত হোক আত্মার বন্ধন।" আঠারোতে ভোটাধিকার, আঠারোতে মানবিক সমাজসেবা , আঠারোতে মুমুর্ষু রোগীর পাশে থাকার অঙ্গীকারে রক্তদান । ভোটাধিকার যেমন আপনার কর্তব্য, রক্তদান তেমন আপনার দায়িত্ব " । নতুন এই শ্লোগান নিয়ে রক্তদান শিবির সংগঠিত করলো সন্তোষনগর স্পোটিং ক্লাব।রক্ত সংকট দূর করা এবং রক্তদান শিবির বৃদ্ধির জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে এই মানবিক শিবির। ‌ " রক্তদান আন্দোলনকে তরান্বিত, গতিশীল ও সবল করতে সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এই উদ্যোগ গ্ৰহণের আহ্বান জানিয়ে নিজে ৭৫ তম রক্তদান করে এই আহ্বান রেখেছেন রক্তদান আন্দোলনের কর্মী ও ওয়েষ্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সদস্য অভিজিৎ হাজরা। অভিজিৎ হাজরা আরো বলেন,১৮ বছর বয়স থেকেই ভোটাধিকার, তেমনই ১৮ বছর বয়স হলেই রক্তদানে উৎসাহিত করুন। ভোটাধিকার যেমন আপনার কর্তব্য, রক্তদান করা তেমনই আপনার দায়িত্ব। আপনার সন্তানকে বাড়ি থেকেই আত্মবিশ্বাসের ভিতটা তৈরী করে দিন। নিজের সন্তানকে রক্তদানে উৎসাহিত ও আগ্ৰহ বাড়াতে অভিভাবক -অভিভাবিকাদের এ ব্যাপারে সচেতন , সহানুভূতিশীল , দায়িত্বশীল ও রক্ষনশীল হলেই ব্লাড ব্যাঙ্ক সেন্টার গুলিতে রক্ত সংকট থাকবে না। সারাবছর রক্তের ভান্ডার পরিপূর্ণ থাকবে।" আঠারোতে বেড়ে ওঠা,আঠারোতে নাগরিক,আঠারোতে রক্তদানে মুমুর্ষু রোগীকে প্রাণদান" । মহতী এই মানবিক দান শিবিরে পনেরো জন মহিলা সহ পঁচাত্তর জন রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাকে দুটি করে বৃক্ষ উপহার দিয়ে সম্মানিত করা হয়।রক্তদাতাদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন সন্তোষনগর গ্ৰাম পঞ্চায়েত সদস্যা কেয়া দেয়াশী, সমাজসেবী তাপস দত্ত,সৌরেন্দ্রনাথ মান্না, রাজকুমার,আতস মুখার্জী,সংঘ সভাপতি বরুণ পাত্র,সংঘ সম্পাদক রজত পাত্র প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবির উপলক্ষে সন্তোষনগর শশ্নান মাঠে জনতার ঢল নেমেছিল।

Leave a Reply

Translate »