আর জি করের মর্মান্তিক ঘটনার প্রতিবাদ হচ্ছে রাজ্যজুড়ে। রবিবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে শুরু হয় আন্দোলন, একপর্যায়ে কর্মবিরতির ডাকদেন চিকিৎসক সংগঠন। তার পরেই জেলা জুড়ে প্রভাব পড়ে সোমবার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।। আধাঘণ্টার কর্মবিরতির পাশাপাশি একটি মৌন মিছিল শুরু হয় হাসপাতাল চত্বরে। এদিন ডোমকল হাসপাতাল চত্বর থেকে শুরু করে ডোমকল হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল হয়। চিকিৎসকদের পাশাপাশি স্টাফ নার্স থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা প্রতিবাদে শামিল হয়। তাদের দাবি চিকিৎসকদের নিরাপত্তা বাড়াতে ডোমকল হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হোক।