আদিবাসী মাল পাহাড়িয়া কল্যাণ সমিতির উদ্যোগে জলঙ্গি বিধানসভা এলাকায় পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস

আদিবাসী মাল পাহাড়িয়া কল্যাণ সমিতির উদ্যোগে জলঙ্গি বিধানসভা এলাকায় পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস

Reported By:- Masud Rana

YouTube Link:- https://youtu.be/u0zEWsSr38Y

জলঙ্গি ব্লক আদিবাসী মাল পাহাড়িয়া কল্যাণ সমিতির উদ্যোগে জলঙ্গি বিধানসভা এলাকায় পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। আর এই বিশ্ব আদিবাসী দিবসে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক, সাংসদ আবু তাহের খান এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী সিংহ রায়, উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক, বিডিও শোভন দাস সহ জলঙ্গি ব্লক উত্তর জোনের তৃণমূল সভাপতি বিষ্ণুপদ সরকার ও দক্ষিণ জনের তৃণমূল সভাপতি মহিত কুমার দেবনাথ।

আজকের এই সভায় মূলত এলাকার সমস্ত আদিবাসীদের নিয়ে আদিবাসী প্রকল্প থেকে শুরু করে আদিবাসী উন্নয়ন সম্বন্ধে আলোচনা করা হয়। পাশাপাশি এই সভা মঞ্চ থেকে বিরোধীদের কটাক্ষ করা হয় এবং বিজেপির বিরুদ্ধে একাধিক বক্তব্য রাখা হয়।

Leave a Reply

error: Content is protected !!