ডোমকলে চুরি, ছিনতাই ও হারানো ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করল ডোমকল থানার পুলিশ। শনিবার ডোমকল মহকুমা এসডিপিও শুভম বাজাজ ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার প্রকৃত উপভোক্তাদের হাতে হারানো ফোন তুলে দেন। পাশাপাশি জলঙ্গি, সাগরপাড়া, রানীনগর এবং ইসলামপুরেও মোবাইল ফোন হস্তান্তর করে বলে খবর। পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জেলা এবং জেলার বাইরে আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করা হয়। হারানো ফোন হাতে পেয়ে আনন্দে আপ্লুত ভুক্তভোগীরা । তারা সাধুবাদ জানিয়েছেন ডোমকল ও মুর্শিদাবাদ জেলা পুলিশকে।