Skip to content
আন্দোলনের মাধ্যমে তিলোত্তমার হত্যার ন্যায়প্রাপ্তির দাবি

আন্দোলনের মাধ্যমে তিলোত্তমার হত্যার ন্যায়প্রাপ্তির দাবি

Reported By:- News Desk

৯ই আগস্ট গভীর রাতে ঘটে যাওয়া তিলোত্তমা ডাক্তার হত্যাকাণ্ডের এক মাস পূর্তিতে, আজ রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উত্তর ২৪ পরগনার সিআইটি ইউ জেলা কমিটির উদ্যোগে ব্যারাকপুর স্টেশন চত্বরে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে তিলোত্তমার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার হত্যার বিচার দাবিতে সোচ্চার হন সকলেই। এছাড়াও, স্থানীয় জনগণের সহযোগিতায় মঞ্চের পাশে ফ্লেক্স লাগিয়ে এবং কাগজে স্বাক্ষর সংগ্রহ করে দশ হাজার মানুষের স্বাক্ষর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। ডাক্তারদের পক্ষ থেকে সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছিল যাতে তারা রাত ৯টা থেকে ৯টা ৯ মিনিট পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখেন, যা খুবই সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ব্যারাকপুরের নাগরিকরা নোনা চন্দন পুকুর বাজার থেকে মিছিল শুরু করে বারাসাত রোডে গিয়ে মসজিদ মোড় পর্যন্ত পৌঁছান এবং সেখানে ৯ মিনিটের জন্য স্তব্ধ হয়ে যান, যা তিলোত্তমার স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হিসেবে গণ্য করা হয়। এভাবে সারা রাজ্যে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠেছে, যা ন্যায়ের দাবি তুলছে।

Leave a Reply

error: Content is protected !!