প্রতি মাসে ২৬ দিন কাজ, পরিচয় পত্র প্রদান, প্রত্যেকের একাউন্টে পেমেন্ট, 60 বছর কাজের স্থায়ীকরণ, পারিশ্রমিক বৃদ্ধি এবং অবসর কালে ভাতার দাবিতে মঙ্গলবার আনন্দধারা প্রকল্পের ব্লক লেভেল ট্রেনাররা সিউড়ি জেলা স্কুল ময়দানে সমবেত হয়ে মুখ্যমন্ত্রীকে রেজিস্ট্রি মারফত একটি চিঠি দিলেন। সেই চিঠিতে তারা তাদের সমস্ত দাবি-দাওয়া তুলে ধরেছেন।
