Skip to content
আনন্দ সন্ধ্যা: সাংস্কৃতিক ঐক্যের এক বর্ণাঢ্য উৎসব

আনন্দ সন্ধ্যা: সাংস্কৃতিক ঐক্যের এক বর্ণাঢ্য উৎসব

Reported By :- NEWS Desk

কলকাতা, ২৯ নভেম্বর '২৪: সারা বাংলার পঃ.বঃ.তপশীলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতির সদস্য ও সদস্যাবৃন্দের অক্লান্ত পরিশ্রমে এবারের "আনন্দ সন্ধ্যা" অনুষ্ঠানটি একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মহানবী মহামানবের সাগরতীরে মিলনমেলার আবহ সৃষ্টি হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঃ.বঃ. সরকারের বাণিজ্যকর দপ্তরের মাননীয় কমিশনার Devi Prasad Karanam, IAS। এছাড়াও উপস্থিত ছিলেন Malay Ghosh, OSD & EO Secretary, Finance, Government of West Bengal, এবং Special Commissioner of Revenue Ranjan Panda। বিখ্যাত কবি Syed Hasmat Jalal সহ সংস্কৃতি প্রেমীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে করেছে আরও আকর্ষণীয়।

উদ্বোধনী পর্বে সংগঠনের মুখপত্র "নির্ণয়"-এর প্রকাশনা ছাড়াও বাংলার প্রখ্যাত লোকসংগীত শিল্পী অর্পিতা চক্রবর্তীর সুরেলা কণ্ঠে উচ্চারিত সংগীত শ্রোতাদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানের শেষ পর্বে দপ্তরের কুশীলবদের অভিনয়ে প্রদর্শিত নাটক "ওপরওয়ালা" দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

সংস্কৃতিমনস্ক অতিথি ও অগণিত সদস্যদের আন্তরিক সহযোগিতায় এই সাংস্কৃতিক সন্ধ্যা সত্যিই এক উপভোগ্য ও স্বর্ণালী "আনন্দ সন্ধ্যায়" পরিণত হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!