REPORTED BY: - তুষার কান্তি খাঁ
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের হত্যার বিচার চাই এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের অত্যাচার এর প্রতিবাদে সিপিআইএমের গণসংগঠন গুলি আজ নবগ্রাম থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করল। প্রথমে একটি মিছিল শুরু হয় সিপিআইএম দপ্তর মোজাফফর আহমেদ শতবর্ষ ভবন থেকে। সেই মিছিল নবগ্রাম ব্লক মোড়, বাস স্ট্যান্ড মোড়, হাসপাতাল রোড ঘুরে শেষ হয় নবগ্রাম থানার সামনে। মিছিল শেষ হতেই সারা ভারত কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন, যুব সংগঠন, মহিলা সংগঠন , শ্রমিক সংগঠন ও শিক্ষক সংগঠনের সদস্যরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা থানা অবরোধ করে । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৃষক নেতা মুকুল মন্ডল, যুব নেতা সৈয়দ নুরুল হাসান, খেতমজুর নেতা জুয়েল শেখ, সি টু নেতা সঞ্জীব পান্ডে সহ আরো অনেকে।