আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হল মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড একাডেমিক ট্যুরের

আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হল মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড একাডেমিক ট্যুরের

Reported By : Binay Roy
৮ ই অক্টোবর, রবিবার, মুর্শিদাবাদ জেলা তথা বাংলার হেরিটেজ টুরিজমকে দেশ তথা বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্য নিয়ে মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড একাডেমিক ট্যুরের পথচলা শুরু হ'ল আনুষ্ঠানিক ভাবে। মূলত ইতিহাসের উপর নির্ভরশীল অথচ অজানা বা অবহেলিত হয়ে পড়ে রয়েছে এমন অনেক ঐতিহাসিক স্থান- সেগুলোকে জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে নিয়েই এই পথচলা। বলা বাহুল্য- বহু বহু প্রচেষ্টার পর সম্প্রতি মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম আজ দেশের সেরা পর্যটন গ্রাম বলে চিহ্নিত করা হয়েছে। আর যেহেতু এই মুর্শিদাবাদ জেলার প্রথম পরিচিতিই হ'ল ঐতিহাসিক জেলা হিসেবে। তাই পর্যটন শিল্পের উপর এই জেলা বিশেষ ভাবে নির্ভরশীল বলা যেতে পারে। মূলত এই সমস্ত বিষয় মাথায় রেখেই মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে জেলার বুকে পথচলা শুরু করলো মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড একাডেমিক ট্যুর। রবিবার সকালে বহরমপুরের রবীন্দ্র সদনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রত্যেক সদস্য ও জেলার বিশিষ্ট জনেরা।

Leave a Reply

error: Content is protected !!