আন্দোলন বি এস এন এল সংস্থার কর্মচারীদের

আন্দোলন বি এস এন এল সংস্থার কর্মচারীদের

Reported By:- Binoy Roy

দীর্ঘ আন্দোলনের পরেও সমস্যার কোনো সমাধান মেলেনি বি এস এন এল সংস্থার কর্মচারীদের। উপরন্তু কর্মী ছাঁটাই, কর্মচারীদের বেতন কমিয়ে দেওয়া সহ বিভিন্ন ভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে সংস্থার কর্মচারীদের। বারবার উর্ধতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সমাধান না মেলায় বহরমপুরে বি এস এন এল দপ্তরের সামনে জমায়েত হন সংস্থার ভুক্তভোগী কর্মচারীরা। অবিলম্বে তাদের সমস্যার সমাধান না করা হলে আগামী বুধবার থেকে কার্যালয়ের সদর দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান সংস্থার সদস্যরা।

Leave a Reply

error: Content is protected !!