9/08/2025-আজ ৯ই আগষ্ট। গত বছর ঠিক এই দিনেই আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তার ছাত্রী অভয়াকে ডিউটিরত অবস্থায় ধর্ষন এবং খুন করা হয়।এক বছর কেটে গেলেও জোটেনি ন্যায় বিচার।এই বর্ষপূর্তিতে আবার নাগরিক সমাজ জেগে উঠেছে। রাজ্যে চলছে মশাল মিছিল, অবস্থান বিক্ষোভ। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সংবাদমাধ্যমের সামনে সরকারের অবস্থান সম্পর্কে উষ্মা প্রকাশ করেন। আন্দোলনের সঙ্গে জড়িত ডাক্তারদের কলকাতা থেকে দূরে বদলি করা, নবান্ন অভিযানরত অভয়ার মা বাবার উপর দলদাস পুলিশের আক্রমণ সম্বন্ধে বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে অত্যাচারের প্রতীক, অপরাধীদের বন্ধু বলে আখ্যায়িত করেছেন।