Reported By : Masud Rana
২০ শে মে, শনিবার, সাগরপাড়া থানার সাহেবনগর এর খয়ের তলা এলাকায় আবারও উদ্ধার হল তাজা বোমা। স্থানীয় সূত্রে জানা যায়, ধনিরামপুর এলাকায় দুই ব্যাক্তির মধ্যে বচসা হয় ।তাতে একব্যক্তিকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ এবং ওই ব্যাক্তির বাড়ি তল্লাশি করতে গেলে সেখান বাড়ির বাথরুম থেকে ৯ টি তাজা বোমা উদ্ধার হয়। পুলিশ সেই বোমাগুলি উদ্ধার করে এবং সারারাত পুলিশি পাহারায় ঘিরে রাখে বোমা গুলিকে। এরপর আজ বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে । এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।