Reported By : Masud Rana
১৯ ই মে, শুক্রবার, মুর্শিদাবাদের সাগরপাড়ায় আবারও তাজা সকেট বোমা উদ্ধার। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনের আগেই উদ্ধার তাজা সকেট বোমা। বোম উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।সাগরপাড়া থানার সাহেবনগর এলাকার একটি বাঁশ বাগানের মধ্যে বোমা উদ্ধার করা হয়। বোম গুলিকে পুলিশি পাহারায় রেখে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াড বাহিনীকে। তিনটি সকেট বোমা এবং তিনটি দড়ি বোমা উদ্ধার হয় বলে সূত্রের খবর। ঘটনাস্থল থেকে মোট ছটি বোমা উদ্ধার হয়েছে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়ডিসপোজাল স্কোয়াড বাহিনী এবং বোম গুলিকে নিষ্ক্রিয় করে বলে জানা যায়।