Skip to content
আবারও মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল

আবারও মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল

Reported By : Binay Roy
১৪ ই মার্চ , মঙ্গলবার , মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো জলঙ্গি ব্লকের সাদিখানদেয়ার অঞ্চলের নছেরেরপাড়ায়। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যে রাত্রিতে নছেরের পাড়ার আব্দুল ফাইদ মন্ডল ওরফে লালন এর বাড়িতে গোলা বারুদ এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । রাতের অন্ধকারে বোম বিস্ফোরণ এবং গুলি চালায় বলে অভিযোগ। অভিযোগ উঠে তৃণমূলের অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে। লালন জেলা যুব তৃণমূল সভাপতি রাকিবুল ইসলাম রকির ছায়া সঙ্গী হিসেবে পরিচিত। তবে অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনা কি অভিযোগ করছে শুনবো? অভিযোগ অস্বীকার করে সাদি খান দেয়ার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাবুল ইসলাম মহা তিনি কি বললেন শুনবো তার বক্তব্য।

Leave a Reply

error: Content is protected !!