Reported By : Masud Rana
১ লা মে, সোমবার, মুর্শিদাবাদের জলঙ্গিতে ভোটের আগে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। উল্লেখ্য, গত ২৮ই এপ্রিল জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের পাঁচটি অঞ্চল সভাপতি নাম ঘোষণা করেন। আর নাম ঘোষনা করতেই শুরু হয় প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। বিধায়কের অঞ্চল সভাপতির নাম ঘোষণাকে অবৈধ বলে মন্তব্য করেন ব্লক সভাপতি মোহিত কুমার দেবনাথ এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রীর শাওনী সিংহ রায়। গোষ্ঠীকোন্দল এবং রাজনৈতিক বিতর্ককে তোয়াক্কা না করে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি এবং তৃণমূলের নব জোয়ারের প্রস্তুতি সভার মাধ্যমে সাংগঠনিক কাজ শুরু করলেন বিধায়ক আব্দুর রাজ্জাক সহ জলঙ্গি ব্লক দক্ষিণের তৃণমূল নেতৃত্বরা। আজকের এই প্রস্তুতি সভায় বিরোধীদের পাশাপাশি দলের একাংশ নেতৃত্বের বিরুদ্ধেও আলোচনা করা হয়। বিগত বিধানসভায় যারা বিধায়ক আব্দুর রাজ্জাককে হারানোর জন্য নির্দল করেছিল , তাদেরকে গুরুত্ব দিয়ে সংগঠন চালাচ্ছে বিধায়ক আব্দুর রাজ্জাক, এমনটাই আক্রমণ তৃণমূল একাংশের। যদিও এই প্রসঙ্গে গুরুত্ব দিতে নারাজ বিধায়ক আব্দুর রাজ্জাক। বিধায়কের এই সংগঠন কি পারবে আগামী দিনে পঞ্চায়েতের প্রতিটি আসন জয় করতে; নাকি মুখ থুবড়ে পড়বে সেটা দেখার । আজকের এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক, মাসুম আলি আহমেদ, ইকবাল আহমেদ বুলগা, জিয়াবুল সেখ , সবনব মুষ্টারিন সহ অঞ্চল সভাপতি মাহাবুল ইসলাম মহা এবং আজকের এই সবাই বৃষ্টিকে উপেক্ষা করে ও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পরার মতো।