আবারও সাগরপাড়ায় বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হল সাগরপাড়া থানার চকরামপ্রসাদ দক্ষিণপাড়া এলাকায় একটি কলা বাগানের মধ্যে তেলের টিনের মধ্যে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার। স্থানীয়রা প্রথমে বোমাগুলো দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই বোমার জায়গা ঘিরে রাখে। নতুন ধরনের বোমা হয় সাগরপাড়ায়। এর আগে এই ধরনের বোমা খুব একটা দেখা যায়নি। সকেট বোমার থেকে শক্তিশালী এই ধরনের সেল বোমা। লম্বায় প্রায় ১২ ইঞ্চি। পুলিশ মোট ৮টি তাজা সেল সকেট বোমা উদ্ধার করে। বোমা উদ্ধারের পর স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন চকরামপ্রসাদ এলাকার সাধারণ মানুষ। মাঠের মধ্যে কিভাবে বোমা আসলো তা বুঝতে পারছে না এলাকার সাধারণ মানুষ। মাঠেঘাটে সবসময় সাধারণ মানুষ যাতয়াত করে। যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। পরে রবিবার দুপুরে বহরমপুর থেকে বোম্ব ডিসপোজাল টিম এসে বোমাগুলো উদ্ধার করে একটি ফাঁকা মাঠের মধ্যে নিষ্ক্রিয় করে। ইতিমধ্যেই গতকাল লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। তবুও বোমা উদ্ধার হয়েই যাচ্ছে। এবারও নির্বাচনের দিন অশান্তি হতে পারে এই আশঙ্কা করছেন সাধারণ মানুষ। তবে বোমাগুলো নিষ্ক্রিয় করার পর কিছুটা হলেও আতঙ্ক কমেছে সাধারণ মানুষের। আরো বোমা থাকলে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।