মুর্শিদাবাদের ডোমকল কংগ্রেসে , গত পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল।
সামনেই আসন্ন লোকসভা নির্বাচন আবারো কি প্রকাশ্যে আসছে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল? নাকি অন্য কিছু!!! শুক্রবার প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের সময় প্রকাশ্যে এসেছে কংগ্রেস কর্মীদের মধ্যে টানাহেচড়ার ছবি" তৃণমূলের অভিযোগ,'কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, অভিগযোগে পাত্তা দিতে নারাজ কংগ্রেস। ডোমকল কংগ্রেসের ব্লক এবং টাউন সভাপতির দাবি ডোমকল কংগ্রেসের কোন গোষ্ঠী কোন্দল নেই। কারো ব্যক্তিগত ঝামেলা চলছিল পার্টি অফিসের পাশে।লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল। কেননা বিজেপির বি টিম তৃণমূল, এমনটাই পাল্টা কটাক্ষ তৃণমূলকে ,'কংগ্রেসের। মুর্শিদাবাদের ডোমকল ব্লক সভাপতি তৌহিদুল ইসলাম এবং টাউন সভাপতি প্রদীপ কুমার চাকির বক্তব্য, ভোটের আগে কংগ্রেসের শ্রীবৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে কংগ্রেস। আর তাতেই ভয় পাচ্ছে তৃণমূল।মূলত সেই কারণেই কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল , এমনটাই দাবি করছেন কংগ্রেস নেতৃত্ব।