Reported By : Masud Rana
২৪ শে জানুয়ারি, মঙ্গলবার, মুর্শিদাবাদের সীমান্তে আবারো নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে জলঙ্গি-সাগরপাড়া-শেখপাড়া মেইন রাস্তায় গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চালানোর সময় সন্দেহজনক মারুতি গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করতেই প্রায় ১১০০ বোতল ফেনসিডিল নামক নিষিদ্ধ মাদক উদ্ধার হয় এবং ফেনসিডিল সহ গাড়িচালককেও গ্রেফতার করে সাগরপাড়ার থানার পুলিশ। জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম মুমিন হক (২০)। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তির বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায়।
আজ ধৃত ব্যক্তিকে বহরমপুর জেলা কোর্টে ৭ দিনর পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠিয়েছে সাগরপাড়া থানার পুলিশ।