Reported By : Masud Rana
২১ শে জুন, বুধবার, আবারো ভিন রাজ্যে মৃত্যু হল ডোমকলের এক শ্রমিকের। ঈদে বাড়ি আসার জন্য ট্রেনে চেপেও পৌছালো না বাড়ি। বিশাখাপত্তনাম এলাকায় মৃত্যু হয় তার। মৃতের নাম ঝন্টু সেখ। সোমবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনাম এলাকায়। তবে মৃত্যুর খবর মুর্শিদাবাদের ডোমকলের ঝাওবাড়িয়া এলাকায় পৌছাতেই কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন।
জানা গেছে, বিগত 5 বছর ধরে কেরলে শ্রমিকের কাজ করত ঝন্টু। পরিবারে স্ত্রী, সন্তান রেখে গত 9 মাস আগে কেরলে যায়। সংসারের খরচ সামলাতে সাধের বসবাস করার বাড়িও করতে পারেনি সে। ছোট্ট কুড়ে ঘরেই ছিল তার সংসার। স্ত্রীর সাথে শেষ কথা হয়ে ঈদে বাড়ি ফেরার জন্য ট্রেনেও চেপে ছিলেন। কিন্তু বিশাখাপত্তনাম এলাকা আসতেই ঘটে দূর্ঘটনা। মৃত্যুর খবর বাড়িতে পৌছায় রেল পুলিশ। তারপরেই দিশেহারা হয়ে পড়েন পরিবারের লোকজন।
এখন শেষ দেখা দেখার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের লোকজন থেকে স্থানীয়রা।