” ” আবার জমালয়ে জীবন্ত মানুষ ” “

” ” আবার জমালয়ে জীবন্ত মানুষ ” “

কলকাতা,অক্টোবর ২০২১

 

আবার জমালয়ে জীবন্ত মানুষের গানের ক্যাসেট রিলিজ হয়ে গেল EIMPA হাউসে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন EIMPA এর প্রেসিডেন্ট প্রিয়া সেনগুপ্ত,অনুপ সেনগুপ্ত,দেবাশীষ গাঙ্গুলি,ডিরেক্টর খোকন চক্রবর্ত্তী,মিউজিক ডিরেক্টর সৌমিত্র কুন্ডু, গায়ক সনোজিৎ মন্ডল, তন্ময় হাজরা, অঞ্জনা সরকার ছাড়াও অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিত্বরা।
যমালয়ে জীবন্ত মানুষ নামটা শুনলেই সেই শ্রেষ্ঠ অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে যায় যে বইটা এখনো সবার মনে গেঁথে আছে এবং থাকবে। যতবারই দেখি পুরনো বলে মনে হয় না। কিন্তু এটা সেই যমালয়ে জীবন্ত মানুষ নয় এখানে আবার যমালয়ে জীবন্ত মানুষ বলতে ডিরেক্টর শিব প্রসাদ চক্রবর্তী অন্য কিছু বোঝাতে চেয়েছেন। এই করোনা আবহে আমরা যেভাবে আছি যমালয়ের এর থেকে কিছু কম নয়। এই ছবিটার মূল উদ্দেশ্য হলো সমাজকে বার্তা দেওয়া।
সবাই মিলে মিশে থাকবে কেও পাপ কাজ করবেনা সৎ ভাবে থাকবে আর সবাইকে নিয়ে একসাথে থাকবে।কেও কারো সাথে হিংসা কোরোনা।
খুব তাড়াতাড়ি বইটা বিভিন্ন OTT প্ল্যাটফর্ম আসতে চলেছে।

Leave a Reply

error: Content is protected !!