সিনেমার মতো করে রেড করলেন সুতি দুই নম্বর ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মন্ডল

সিনেমার মতো করে রেড করলেন সুতি দুই নম্বর ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মন্ডল

Reported By : Masud Rana ১৮ ই ডিসেম্বর, রবিবার, মুর্শিদাবাদের সুতি দুই নম্বর ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মন্ডল রাতের অন্ধকারে দুর্নীতির আবাস খুঁজতে সুতি থানার পুলিশকে নিয়ে বেড়িয়ে পড়েন। এবার দুর্নীতি রুখতে তৎপরতা শুরু করেন খোদ সমষ্টি উন্নয়ন আধিকারিক। শনিবার ব্লক আধিকারিক অরঙ্গাবাদ ২ নম্বর অঞ্চলের অন্তর্গত কলেজ পাড়ার কাঠপাড়া এলাকায় আবাস যোজনা নিয়ে দুর্নীতি খুঁজতে বাড়ি বাড়ি পৌঁছোন তিনি। এরপর গিয়ে যা দেখেন তাতে বিডিও সহ পুলিশের চক্ষু চড়কগাছ। আবাস জোজনার তালিকায় নাম থাকা ব্যক্তির তিনতলা বাড়ি দেখে ভিমড়ি খান বিডিও। এরপরই আবাস যোজনার তালিকায় যে সকল ব্যক্তির নাম রয়েছে তারা আদৌও ঘর পাওয়ার যোগ্য কিনা তা ভালো করে খতিয়ে দেখেন স্বয়ং বিডিও। আর যারা সত্যিই আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকেই ঘর দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাসও দেন বিডিও মহাশয়।

Leave a Reply

error: Content is protected !!