Reported By : News Desk
২১ শে ডিসেম্বর, বুধবার, বহরমপুর ব্লকের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ২৩ নম্বর সংসদের দিঘিরপাড় এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য দুপুরে এলাকার উপভোক্তাদের নিয়ে বহরমপুর ব্লক আধিকারিকের অফিসে যান। আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ হয়ে যাওয়ায় ব্লক আধিকারিকের দ্বারস্থ হন তারা। তাদের অভিযোগ, ঘর পাওয়ার যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার তালিকায় নাম থাকার পরে আইসিডিএস এবং আশা কর্মীদের সার্ভে করার পর সেই নাম বাদ চলে যায়। উপভোক্তারা এজন্য পঞ্চায়েত সদস্যকে দায়ী করেন। ফলে পঞ্চায়েত সদস্য এলাকার উপভোক্তাদের নিয়ে ব্লক আধিকারিকের সঙ্গে দেখা করেন। ব্লক আধিকারিক অভিনন্দন ঘোষ জানিয়েছেন, এখনো ফাইনাল কোনো তালিকা তৈরী হয়নি। প্রথম দফার সার্ভে শেষ হলেও পরের দফার সার্ভেগুলি এখনো শেষ হয়নি। ফলে যোগ্য ব্যক্তিরাই ঘর পাবেন বলে তার আশা।