Reported By : Masud Rana
৩ রা জানুয়ারি, মঙ্গলবার, মুর্শিদাবাদের ইসলামপুর থানার রানীনগর ১ নম্বর বিডিও অফিসের সামনে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে উপভোক্তারা জমায়েত করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বারদের তালিকায় নাম আছে অথচ তাদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে এদিন বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভ চলে। ঘটনার খবর পেয়ে এরপর ঘটনাস্থলে এসে পৌঁছোয় ইসলামপুর থানার পুলিশ।