Reported By Binoy Roy
মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান আজ বহরমপুর তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস মিটে জানান যে, মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজটি চালু হওয়ার জন্য তিনি অত্যন্ত আনন্দিত। এই ব্রিজটি ২ অক্টোবর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত হবে, যা মুর্শিদাবাদের বাসীদের জন্য এক সুবর্ণ সুযোগ।
তিনি উল্লেখ করেন যে, পুজোর সময়ে এই ট্রেনের উদ্বোধন মুর্শিদাবাদবাসীর জন্য একটি বিশেষ উপহার হিসেবে কাজ করবে। বহুদিনের দাবি পূরণ হওয়ার ফলে, রোগী, হকার এবং বিভিন্ন কর্মজীবী মানুষের জন্য এটি কার্যকরী হবে বলে তিনি আশাবাদী।
আবু তাহের খান আরো জানান, এই ব্রিজের মাধ্যমে আগামী দিনে আরও ট্রেন চলাচল করবে, যা মুর্শিদাবাদবাসীদের যাতায়াতে সুবিধা প্রদান করবে। বিশেষভাবে বরানগর গ্রামকে সেন্ট্রাল সরকারের পক্ষ থেকে আদর্শ গ্রাম ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।
এই উদ্যোগটি শুধু ভ্রমণ সুবিধা বৃদ্ধি করবে না, বরং অঞ্চলটির আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুর্শিদাবাদের বাসীদের পক্ষ থেকে তিনি সাফল্যের জন্য অভিনন্দনও জানান।