অনুষ্ঠানের অংশ হিসাবে ছিল আলোচনা , অঙ্কন প্রতিযোগিতা, ক্যুইজ এবং দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ। আলোচনার বিষয় ছিল - ' বিপন্ন দেশীয় উদ্ভিদ '।
গ্রীন চেন মুভমেন্ট এর পরিচালক প্রদীপ রঞ্জন রীত জানালেন-" বহু দেশজ উদ্ভিদ যেমন রাখাল, গাব, জারুল, হেঁদোল, দেশী আম,আমড়া, অশ্বত্থ ,খেজুর, নারাঙ্গা, চালতা, কাঠ বাদাম ইত্যাদির সংখ্যা প্রকৃতিতে খুব কমে গেছে।জীব বৈচিত্র্য সুরক্ষিত করতে এদের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন । সকলকে এ ধরণের বিপন্নপ্রায় দেশজ উদ্ভিদ রোপণের আহ্বান জানান হয়। "।