Reported By : অভিজিৎ হাজরা
১ লা আগস্ট , মঙ্গলবার, গ্ৰামীণ হাওড়া জেলায় একটি সরাল উদ্ধার করলেন পরিবেশ কর্মীরা।
গ্ৰামীণ হাওড়া জেলার আমতা থানার গাজীপুরে পুকুরের উপর দেওয়া বেআইনি জালে একটি সরাল বা লেসার হুইস্লিং ডাক আটকে পড়ে। স্থানীয় যুবক অরুণ মন্ডল হাঁসটি উদ্ধার করে বাড়িতে আনে। ওই এলাকায় আত্মীয়ের বাড়ি ঘুরতে যাওয়া ব্যবসায়ী মুন্না বসু হাঁসটি দেখে বুঝতে পারেন, এটি বুনো হাঁস। তিনি অরুণ মন্ডল কে বুঝিয়ে বলেন এটি বাড়িতে পোষার জন্য নয়। তিনি ' হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ 'র পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক এর সাথে যোগাযোগ করেন। খবর পেয়েই চিত্রক প্রামাণিক আর ও দুইজন পরিবেশ কর্মী সুমন্ত দাস ও ইমন ধাড়া -র সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করে তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সরালটি উদ্ধার করে।