Skip to content
আমতায় বেঙ্গল সফট বল প্রিমিয়ার লিগ

আমতায় বেঙ্গল সফট বল প্রিমিয়ার লিগ

Reported BY:- অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া

এই প্রথম গ্ৰামীণ হাওড়া জেলায় সারা বাংলা সফট বল প্রিমিয়ার লিগ সুরঞ্জন দত্ত মেমোরিয়াল ট্রফি দ্বিতীয় সিজন,ওয়েষ্ট বেঙ্গল সফট বল অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় শিবাজী স্পোর্টস অ্যাকাডেমি হাওড়ার আয়োজনে এবং আমতা স্পোটিং ক্লাব,বেতাই - জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব ও আমতা পল্লীকল্যাণ সমিতির সহ সহযোগিতায় দু ' দিন ব্যাপী এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল আমতা স্পোটিং ক্লাব ময়দান ও বেতাই - জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব ময়দানে। এই খেলায় পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্ত ও পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে পুরুষ বিভাগের ৮ টি দল যথাক্রমে দত্তফুলিয়া অ্যানহলিক কড়িয়া সংস্থা, বি . কে. টি . সি অ্যাকাডেমি চন্ডিল, জলপাইগুড়ি, রাণাঘাট ফ্রেন্ডস ক্লাব, শিবাজী স্পোর্টস অ্যাকাডেমি, বীরভূম রাইডার্স,গৌড় মালদা,কান্দি নরেন্দ্রনাথ পাঠচক্র অংশগ্রহণ করে। মহিলা বিভাগের ৮ টি দল যথাক্রমে বি . কে. টি . সি.অ্যাকাডেমি চন্ডিল, বীরভূম রাইডার্স, হুগলি ওয়ারিয়র, বেঙ্গল বাইসন, জলপাইগুড়ি, রাণাঘাট ফ্রেন্ডস ক্লাব,গৌড় মালদা, শিবাজী স্পোর্টস অ্যাকাডেমি অংশ গ্ৰহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্গানাইজার টিমের কার্যকরী সভাপতি ও সমাজসেবী তাপস বাকুলী।দু ' দিন ব্যাপী এই ক্রীড়া উৎসবের বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন ওয়েষ্ট বেঙ্গল সফট বল অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, ড. মৃত্যুঞ্জয় দাস, ড. সুজিত দাস, বিশিষ্ট অধ্যাপক সন্দীপ শঙ্কর ঘোষ,সৌর্যদীপ্ত নস্কর, দীপঙ্কর পোড়েল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন জলপাইগুড়ি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন যথাক্রমে রাণাঘাট ফ্রেন্ডস ক্লাব, বীরভূম রাইডার্স, শিবাজী স্পোর্টস অ্যাকাডেমি। সেরা পিচার এর পুরষ্কৃত হন জলপাইগুড়ি দলের দুর্বার রায়।সেরা ক্যাচার এর পুরষ্কৃত হন জলপাইগুড়ি দলের দ্বীপেন দাস।এই প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন জলপাইগুড়ি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন যথাক্রমে রাণাঘাট ফ্রেন্ডস ক্লাব, বেঙ্গল বাইসন, হুগলী ওয়ারিয়র। সেরা পিচার এর পুরষ্কৃত হন জলপাইগুড়ি দলের সোনাই রায়, সেরা ক্যাচার এর পুরষ্কৃত হন জলপাইগুড়ি দলের পূজা রায়। দু ' দিন ব্যাপী সফট বল প্রিমিয়ার লিগ এ উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। এই ধরণের খেলা এই প্রথম আমতাবাসীরা উপভোগ করলো।

Leave a Reply

error: Content is protected !!