জিয়াগঞ্জে এসে হঠাৎ স্ট্রোক করে মৃত্যু হল আমেরিকার এক বাসিন্দার।
মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো থেকে ভারতের মায়াপুর ইসকনে এসে ধর্ম দীক্ষা অর্জন করেন তিনি। মৃত ডেনিশ ব্লান্টের(৭৩) দীক্ষিত নাম দিব্য কীর্তন দাস। ব্যারাকপুরের এক মহিলাকে বিয়ে করে ভারতের নাগরিকত্ব অর্জন করেন। মায়াপুরে প্রায় থাকতেন তিনি। চিকিৎসার উদ্দেশ্যে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে প্রায় যাতায়াত করতে হতো তাকে। সেই সুবিধার্থে জিয়াগঞ্জ থানার আমায়পাড়ায় তার শিষ্য সনু রায়ের বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে স্ট্রোক করেন তিনি। জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দেহ উদ্ধার করে বুধবার জিয়াগঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।