News আয়োজিত হল লার্নার্স লাইসেন্স ক্যাম্প October 5, 2023October 5, 2023 39botenten Reported By : মোহাম্মদ জাকারিয়া৫ই অক্টোবর, বৃহস্পতিবার, ইসলামপুর মহকুমা শাসকের দপ্তর অধীনস্থ পরিবহন বিভাগের উদ্যোগে করণদীঘি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে লার্নার্স লাইসেন্স ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন ৬০ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় লার্নার্স লাইসেন্স বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। Share Facebook Twitter Pinterest Linkedin