আয়োজিত হল লার্নার্স লাইসেন্স ক্যাম্প

আয়োজিত হল লার্নার্স লাইসেন্স ক্যাম্প

Reported By : মোহাম্মদ জাকারিয়া
৫ই অক্টোবর, বৃহস্পতিবার, ইসলামপুর মহকুমা শাসকের দপ্তর অধীনস্থ পরিবহন বিভাগের উদ্যোগে করণদীঘি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে লার্নার্স লাইসেন্স ক্যাম্পের আয়োজন করা হয়।

এদিন ৬০ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় লার্নার্স লাইসেন্স বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!