Reported By : Masud Rana
১৪ ই নভেম্বর, সোমবার, জলঙ্গীতে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ এবং প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা আয়োজিত হয়। সোমবার দুপুরে নরসিংহপুর গোদাগাড়ী পিটিটিআই কলেজে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক, পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার, সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান আমজাদ আলী খান সহ স্থানীয় স্বাস্থ্য কর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উল্লেখ্য, সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এদিন মূলত গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে সচেতন করতেই ওই কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচি থেকে সচেতনতার বার্তা দেওয়া হয়। গ্রামীণ এলাকার কোথাও যদি নোংরা জায়গা, আবর্জনার স্তূপ, নোংরা জলাশয় থাকে সেখানে দ্রুত রাসায়নিক এবং ব্লিচিং পাউডার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও স্থানীয় স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের জ্বর বা অন্য কোন উপসর্গ থাকলে তা রক্ত পরীক্ষা করানোর জন্য বলা হয়। জ্বর থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আর্জিও জানানো হয়।