আর এস পির প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জির লেখা বই 'আর এস পির গোড়া পত্তনের কথা' এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল এদিন বহরমপুর গ্র্যান্ট হলে। উপস্থিত ছিলেন আর এস পির সর্বভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিআই এর ওয়াহেদ রেজা , ফরওয়ার্ড ব্লকের বিভাস চক্রবর্তী
এবং লেখক প্রমথেশ মুখার্জি সহ অনেক গুণী মানুষজন।' ইচ্ছে ফড়িং' প্রকাশিত বইটিতে মুর্শিদাবাদ জেলায় আরএসপির গোড়াপত্তনের ৫০ বছরের ইতিহাসের কথা উল্লেখিত হয়েছে সুনিপুণভাবে।