৮ মার্চের সন্ধ্যায় তৃষা পারুই , মাধুরী দে , অমিত গাঙ্গুলী , বৃষ্টিলেখা ও অন্যান্য শিল্পী , আরতি মুখোপাধ্যায়ের গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে , তখন তোমার একুশ বছর বোধহয় , যা যা বেহায়া পাখি যা না , বেঁধো না ফুল মালা ডোরে , দো ন্যায়না এক কাহানী ইত্যাদি গানের সুরের মূর্ছনায় ভেসে যান শ্রোতারা।
আরতি মুখোপাধ্যায় নিজেও বেশ কয়েকটি গান গাইলেন। "এক বৈশাখে দেখা হলো দুজনায়", "তোমার ডাকে সাড়া দিতে বয়েই গেছে", কিংবা "দিদিমণি গানের রানী" শুনে স্বর্ণযুগে ফিরে যান শ্রোতারা। সেই সঙ্গে নিজের সঙ্গীত জীবনের অনেক কথাই শোনালেন এই শিল্পী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার। তিনি বলেন , "আজও শ্রোতারা আরতি মুখোপাধ্যায়ের গান শুনতে চান। স্বর্ণযুগের এই শিল্পীর গাওয়া গান অমর হয়ে থাকবে।"
এছাড়াও উপস্থিত ছিলেন এক সময়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক তোচন ঘোষ ও সঙ্গীত জগতের বহু বিশিষ্ট ব্যক্তি।