মঙ্গলবার নবগ্রাম থানার বিছুটি গ্রামে অনুষ্ঠিত হলো ‘আরসিনগর’ সংস্থা আয়োজিত ‘ইলিশ উৎসব’। এদিন আর্থ-সামাজিকভাবে পিছিয়ে থাকা নবগ্রাম থানার বিভিন্ন গ্রামের ৯৭ জন বৃদ্ধ-বৃদ্ধাকে ধুতি, শাড়ি এবং লুঙ্গি প্রদান করা হয়। সেই সঙ্গে ২০০ জন দুঃস্থ মানুষকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন সংস্থার মুখ্য উপদেষ্টা অশোক দাস, সংস্থার ছরিদার স্বরূপ সাহা, সদস্য সুবোধ দাস, বিছুটি গ্রামের আশ্রমের পরিচালন মন্ডলীর সদস্য উত্তম ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, সদস্যা অঙ্কিতা মহালনবীশ প্রমূখ। ‘আরসিনগর’ এর প্রধান কর্ণধার ডা: সমীরকুমার শীল বলেন, “ধর্মের বৈষম্য দূর না হলে, ধর্মীয় সাম্য আসবেনা। ধর্মীয় সাম্য না এলে, সামাজিক সাম্য অসম্ভব। এই দৃষ্টিভঙ্গি থেকেই আর্থ- সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষগুলোকে নিয়ে এই দিনটি পালন করা হল। তাদের নতুন পোশাক পরিয়ে, ইলিশ ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়ে তাদের সেবা করা হয়।”
