Reported By : News Desk
৪ঠা ডিসেম্বর, সোমবার, আর্ট হাটে 'অনুপম হালদার ফটোগ্রাফি কিয়স্ক' নজর কেড়েছে দর্শকদের। বিভিন্ন শিল্প সম্ভার নিয়ে নিউটাউনের আর্টস্ একর ক্যাম্পাসে শুরু হয়েছে চার দিনের আর্ট হাট। চিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, মাটির তৈরি জিনিসপত্র, পোশাক,শীতবস্ত্র ও অন্যান্য শিল্প সামগ্রী নিয়ে প্রায় পঞ্চাশটা স্টল রয়েছে এখানে। এর মধ্যে নজর কেড়েছে 'অনুপম হালদার ফটোগ্রাফি কিয়স্ক'। বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ও রাজ্য সরকারি আধিকারিক অনুপম হালদারের তোলা ৪৫ টা ছবি প্রদর্শিত হচ্ছে এই স্টলে। ছবির বৈচিত্র্য নজর কেড়েছে দর্শকদের।