Reported By : Masud Rana
৬ ই মার্চ , সোমবার , আর এস্ পি মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে ভারতবর্ষে যে বিজেপি সরকার গদিতে বসে আছে এই বিজেপি সরকার ২০১৪ থেকে ২০২৩। এই নয় বছর পূর্বে যে সব প্রতিশ্রুতি জনগণকে নিয়েছিলেন বছরে ২ কোটি বেকারের চাকরি করে দিবে জিনিসপত্রের দাম কমাবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এরা মুখে যা বলে কাজে তার বিপরীত। ভারতবর্ষের মানুষ এই মুখোশধারী সরকারকে ভারতবর্ষে এনে এখন প্রতিটি পদে পদে তাদের এই মুখোশের আড়ালের চিত্র পরিস্ফুটিত হচ্ছে। অঞ্জনা ব্রত দত্ত বাবু বলেন ভারতবর্ষের সরকার এবং রাজ্য সরকার তারা যে চাকরির সুযোগ সমস্ত নষ্ট করে দিচ্ছে। সরকারি চাকরির যে সুযোগ-সুবিধা সরকারি সম্পত্তি সমস্ত তারা নষ্ট করে দিচ্ছে তিনি আরো বলেন গ্যাস পেট্রোল ডিজেল এইসব জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে এবং তার বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তখন বিজেপি দলের নিয়ম অনুযায়ী তারা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে সেই আন্দোলনকে ব্যাহত করে দিচ্ছে। তিনি বলেন ঠিক একই ভাবে পশ্চিমবঙ্গে যে সরকার আসীন সেই সরকার সম্বন্ধে যত কম বলা যায় ততই মঙ্গল বলে তিনি জানান। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সরকারি আমলে তাদের নেতা ও মন্ত্রীরা সারদা থেকে নারোদা টেট কেলেঙ্কারি থেকে আর্থিক দুর্নীতির সঙ্গে তারাযুক্ত হয়েছে। শুধু তাই নয় সর্বশেষ তারা গরু পাচার থেকে কয়লা এবং বালি পাচার সমস্ত কাজের সঙ্গে তৃণমূলের নেতা-মন্ত্রীরা যুক্ত হয়ে যাচ্ছে। তিনি বলেন সর্বশেষ আবাসন কেলেঙ্কারি যেটা কেন্দ্রীয় সরকারের স্কিম যাদের পাকা বাড়ি ঘর নেই গরিব মানুষ যাতে এই আওতায় আসতে পারে সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুরি ভুরি অনৈতিক লোক এর সঙ্গে যুক্ত হয়েছে। সেই কারণে আজ আরএসপির পক্ষ থেকে বহরমপুরে একবৃক্ষ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।