আর জি করে নির্যাতিতা ডাক্তার তরুণীর ওপর পাশবিক অত্যাচার করে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার প্রতিবাদে আজকে কামারহাটির বিধায়ক মদন মিত্র বেলঘড়িয়া বাটার মোড় থেকে বেলঘড়িয়া বিভার মোর পর্যন্ত একটি মশাল মিছিল করলেন । বিধায়ক মদন মিত্র কে প্রশ্ন করলে কেন এই মশাল মিছিল , তিনি জানান যত শীঘ্র সম্ভব তরুণী নির্যাতিতা ডাক্তার কে গলাটিপে শাস রোধ করে খুন করার আসামিদের অবিলম্বে ধরা ও সর্বোচ্চ সাজার দাবিতে আজকে তিনি পথে নেমেছেন । তিনি এই মিছিলে বাম এবং বিজেপিকে হুশিয়ার দিয়ে বলেন এই মৃত্যুকে নিয়ে অর্থাৎ ডাক্তারদের সামনে রেখে রাজনীতি করলে আগামী দিনে এর ফল ভালো হবে না । তিনি বলেন মুখ্যমন্ত্রী এবং তাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি। এই নির্মম পাশবিক অত্যাচার করে এক ডাক্তারকে খুন করার প্রতিবাদ করেছেন যদিও আরজিকর হসপিটালের সুপার সঞ্জয় ঘোষ কে রাতারাতি মেডিকেল হাসপাতালে বদলির বিষয়ে তিনি বলেন এই বিষয়টি না হলেই ভালো হতো।।