আর জি কার হাসপতালের চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিল ডোমকল ব্লক থেকে শহরে।দোষীদের ফাঁসির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ডোমকলের বিভিন্ন জায়গায় তৃণমূলের ডাকে করা হয় এই প্রতিবাদ মিছিল। ডোমকলের ১, ২ ,৩ থেকে শুরু করে ২১ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে করা হয় এই প্রতিবাদ মিছিল, পাশাপাশি অঞ্চল এবং ব্লকেও করা হয় এই মিছিল বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।