আর জি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর জুনিয়র ডাক্তারকে গণধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হলো সাদি খাঁন দেয়ার থেকে কালিতলা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এর বেশি পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন এ দিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক, জলঙ্গীর দক্ষিণ জনের ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ, সাদি খাঁন দেয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান মহাবুল ইসলাম সহ তৃণমূলের একাধিক নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয় এদিনের এই প্রতিবাদ মিছিল থেকে দোষীদের ফাঁসি দিতে হবে এবং মৃত ডাক্তারের পরিবারের হাতে সুষ্ঠু বিচার তুলে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রতিবাদ মিছিল শুরু হয় বলে জানান
এছাড়া ওই দিনের প্রতিবাদ মিছিলে পুরুষ মহিলার সমস্ত সাধারণ মানুষ ও নেতৃত্বদের উপস্থিতিতে এই প্রতিবাদ মিছিল শুরু হয়।