আলিপুর লায়ন ব্যাচ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট – G Tv { Go Fast Go Together)
আলিপুর লায়ন ব্যাচ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

আলিপুর লায়ন ব্যাচ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

 

আজ জাতীয় ক্রীড়া দিবস। কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁন সিংহের জন্মদিন উপলক্ষে এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। তাই আজকের দিনটি উপলক্ষে দুবরাজপুর ব্লকের অন্তর্গত সদাইপুর থানার আলিপুর ময়দানে আলিপুর লায়ন ব্যাচ ক্লাবের উদ্যোগে সাতদিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ২৩ আগষ্ট সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত দিয়ে এই ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছিল। আজ চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। বীরভূম জেলা সহ অন্যান্য জেলা থেকে মোট ৮ টি দল অংশ নেয় এই টুর্ণামেন্টে। আজ ফাইনাল খেলায় মুখোমুখি হয় বক্রেশ্বর একাদশ এবং হাজরাপুর আরিফ নাসিফ একাদশ। টান টান উত্তেজনার মধ্য দিয়ে বক্রেশ্বর একাদশ ৪-০ গোলে হাজরাপুর আরিফ নাসিফ একাদশকে পরাজিত করে। এদিন বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা এবং বিজীত দলকে ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয় আলিপুর লায়ন ব্যাচ ক্লাবের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগদী, চিনপাই অঞ্চল কনভেনার গৌরসুন্দর মিত্র, চিনপাই অঞ্চল যুব সভাপতি সঞ্জীব দাস সহ আরোও অনেকে। এদিন ফুটবল প্রেমীদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Translate »
Call Now Button