REPORTED BY:- MASUD RANA
আলিয়ার ছাত্রনেতা আনিস খান কয়েকদিন আগে পুলিশ সেজে কয়েকজন গুন্ডাবাহিনী তাকে হত্যা করেন।আর তারই প্রতিবাদে এস ডি পি আই সামসেরগঞ্জ ব্লক এর পরিচালনায় আজ বাসুদেবপুর থেকে ধুলিয়ান রতনপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল ।মিছিলে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ বিধানসভার সভাপতি মাওলানা নুরুল ইসলাম সম্পাদক আব্দুল বারি উত্তর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মোঃ আলাউদ্দিন শেখ জেলা মিডিয়া ইনচার্জ মোঃ রাকিম শেখ । সহ এস ডি পি আই সমর্থকরা।