বিশ্ব অরণ্য দিবস উপলক্ষে পোলগুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় তার ছাত্রছাত্রীদের নিয়ে একটি আলোচনাচক্র ও মানববন্ধনের মাধ্যমে বৃক্ষ ও অরণ্য রক্ষার কাজে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো।
তারা প্রতিজ্ঞা করলো যে, তারা অরণ্য ধ্বংস হতে দেবে না, গ্রামের বড় গাছকে তারা কাটতে দেবে না, তারা তাদের রক্ষা করবে।
আজকে এই ভাবেই সারাদিন তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অরণ্য দিবস পালন করলো সমস্ত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দদের নিয়ে।