আল হুদা ব্রাইট মিশনের দশম তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, উপস্থিত বিধায়ক

আল হুদা ব্রাইট মিশনের দশম তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, উপস্থিত বিধায়ক

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান বুড়িহান আল হুদা ব্রাইট মিশনের দশম তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। আল হুদা ব্রাইট মিশনের ডাইরেক্টর মতিউর রহমান মাদানী বলেন, এই মিশনের একমাত্র লক্ষ্য শিক্ষার আলোকে সমাজের সকল স্তরে পৌঁছে দেওয়া। সমবেতভাবে শিক্ষাকে গ্রহণ করতে হবে রাজ্য তথা দেশের উন্নতির জন্য। মিশনের প্রিন্সিপাল শামীম আখতার বলেন, শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে আল হুদা ব্রাইট মিশন। সকল ছাত্রছাত্রীরা প্রতিভাবান, শিক্ষকেরাও তাদেরকে সঠিক পথে চালিত করছেন। এদিন গান, কবিতা আবৃতি, শিক্ষামূলক নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও আল হুদা বিরাট মিশনের ছাত্র-ছাত্রীদের দ্বারা বিজ্ঞান প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল। আল হুদা ব্রাইট মিশনের ডাইরেক্টর মতিউর রহমান মাদানী। মিশনের প্রিন্সিপাল শামীম আখতার। ১৪ নম্বর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

error: Content is protected !!