৪ঠা জুন অর্থাৎ মঙ্গলবার লোকসভা নির্বাচনে পরাজয়ের পর সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী বললেন, রাজনীতি সবসময় নিজের ইচ্ছামত হয় না, আগে অপরাজিতা ছিলাম এখন পরাজিত হয়ে থাকতে হচ্ছে। তিনি এটাও বললেন পৃথিবীর সমস্ত রাজনৈতিক নেতাদেরই জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে, কখনো ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে আবার কখনো রাহুল গান্ধীকেও হারতে হয়েছে। সাধারণত বলতে গেলে মানুষ ভোট দেননি অথবা বলা যেতে পারে অধীর রঞ্জন চৌধুরীকে আশীর্বাদ করেননি সেজন্য তিনি পরাজিত হয়েছেন। তিনি এটাও বললেন সেই পরাজয় টাকে মেনে নেওয়া সমস্ত রাজনৈতিক নেতাদের দায়িত্ব তাই তিনি একটি মেনে নিচ্ছেন। তিনি বললেন মানুষ যা করেছে ঠিক করেছে সুতরাং আমি হেরেছি।