Reported By:- Binoy Roy
আসন্ন লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে রদবদল , সংগঠনকে আরো শক্তিশালী এবং সাজিয়ে তুলতে এই রদবদল । শুক্রবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় রদবদল করা হয় কংগ্রেসের, শনিবার ডোমকল টাউন কংগ্রেসের সভাপতি হলেন প্রদীপ চাকি ওরফে কার্তিক চাকি, তাকে সম্বর্ধনা জানাতে দলীয় কার্যালয়ে অফিসে ভিড় জমালেন কংগ্রেস কর্মী সমর্থক। এই কার্তিক চাকি বিগত কয়েক মাস আগেই তৃণমূল পরিচালিত ডোমকল পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। তারপরই গত পঞ্চায়েত নির্বাচনের আগে সদ্য কংগ্রেসে যোগ দিয়েই টাউন সভাপতির পদ পেলেন তিনি। তিনি সভাপতি হওয়াতে কংগ্রেস কর্মীরা পেল এক অন্যরকম অক্সিজেন এমনটাই মনে করছে কংগ্রেসের একাংশ।