ইঁট ভাটার মালিকদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি মুর্শিদাবাদের জেলা শাসককে দেওয়া হল

ইঁট ভাটার মালিকদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি মুর্শিদাবাদের জেলা শাসককে দেওয়া হল

Reported by:- Binoy Roy

রাজ্যে কয়লার দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। যার জন্য ইঁটের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন ইট ভাটার মালিকেরা। সাধারণ মানুষের কাছে তাই দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এমন চলতে থাকলে ক্তেতা পাওয়া দুস্কর হয়ে উঠবে আগামী দিনে। ইঁট ভাটার মালিকদের দাবি, তাদের কথা চিন্তা করে কয়লার দাম কমানো হোক। এছাড়াও, অত্যাধিক হারে জিএসটি নেওয়া হচ্ছে। তাও কমানো হোক। এই সব দাবি সম্মিলিত একটি স্মারকলিপি বুধবার মুর্শিদাবাদের জেলা শাসককে দেওয়া হল। ভাটা মালিকেরা জানিয়েছেন, গোটা জেলা জুড়ে ৭০০ ভাটা আছে এবং লক্ষ্যাধিক মানুষ এর সঙ্গে জড়িত। তাদের কথা সরকার না ভাবলে সকলে বেকার হয়ে পড়বে। এদিন গোটা রাজ্যের প্রতিটি জেলাশাসককে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!